নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আবারও মুম্বই বিমানবন্দরে আবগারি দপ্তরের আধিকারিকরা ২৮ কোটি টাকার কোকেন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, যে ব্যাগে করে কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল সেই ব্যাগে বেশ কয়েকটি স্তর বানানো হয়েছিল। তার নীচে এমন ভাবে লুকিয়ে ওই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল যে কারোর পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না। কিন্তু আবগারি দপ্তরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই যাত্রীকে প্রায় তিন কেজি মাদক সহ গ্রেফতার করে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে গ্রেফতার হওয়ার পর ওই যাত্রী দাবী করেছেন, “তাকে ফাঁসানো হয়েছে। এক ব্যক্তির সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হওয়ায় তিনিই ব্যাগটি দিয়েছিলেন।” যাত্রীর কথা অনুযায়ী পুলিশ ওই ব্যক্তির সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য যে, গত সপ্তাহেও মুম্বই বিমানবন্দর থেকে ৪৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Hereযেখানে প্রায় পাঁচ কেজি মতো হেরোইন ও দুই কেজি কোকেন উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় দুই জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে এক জন নাইরোবি থেকে এবং অন্য জন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন।