নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনা পরিস্থিতিতে নাজেহাল রাজধানী। এখনো চলছে অক্সিজেনের অভাব। কাতারে কাতারে মানুষ হাসপাতালের ভেতরে ও বাইরে থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
আর আজ দুপুরে দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ৮ জন করোনা রোগীর। এর আগে ২৪ শে এপ্রিলও বাত্রা হাসপাতালে অক্সিজেনের সমস্যা দেখা গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Hereমেহরোলির এই হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ড. এসসিএল গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, “অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়া মৃত করোনা রোগীদের মধ্যে বাত্রা হাসপাতালেরই গ্যাস্ট্রোএনটেরিট্রিস বিশেষজ্ঞ ড. আর কে হিমথানি ছিলেন। বয়স ৬২ বছর হয়েছিল। বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ অন্তত এক ঘণ্টার জন্য অক্সিজেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি হয়েছে। আরো পাঁচ জনের অবস্থা খুব সংকটজনক”।
https://www.youtube.com/watch?v=pYnoxL878RU
Sponsored Ads
Display Your Ads Hereহাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বাত্রা হাসপাতালের একজিকিউটিভ ডিরেক্টর সুধাংশু বাঙ্কাতে সোশ্যাল মিডিয়াতে অক্সিজেনের আবেদন করে বলেন, ”এই মাত্র অক্সিজেন ফুরিয়ে গেল। কয়েকটি সিলিন্ডার রয়েছে। তাতে আরো ১০ মিনিট টানা যাবে। কিন্তু এরপর কি হবে জানা নেই। অত্যন্ত সঙ্কটের মুহূর্ত। দিল্লি সরকার চেষ্টা চালাচ্ছে। তবে ট্যাঙ্কার এসে পৌঁছতে সময় লাগবে”।
তারপর শেষমেশ দুপুর ১ টা ৩৫ মিনিট নাগাদ একটি অক্সিজেন ট্যাঙ্কার হাসপাতালে এসে পৌঁছেছে। কিন্তু ততক্ষণে প্রাণ চলে গেল ৮ জনের।