Indian Prime Time
True News only ....

ফের তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হলো ৩০ জনের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আবার দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডে মৃত্যু মিছিল শুরু হয়েছে। চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরমের পরে এবার কল্লাকুরিচিতে এই ঘটনা ঘটেছে। বুধবার রাতেরবেলা থেকে বৃহস্পতিবার সকাল অবধি এই বিষমদ খেয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। আর বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে প্রায় ১০০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

গতকাল কল্লাকুরিচির জেলাশাসক এমএস প্রশান্ত জানান, ‘‘অসুস্থদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাছাকাছি সরকারী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ সহ পর্যাপ্ত চিকিৎসাকর্মীদের জেলায় মোতায়েন করা হয়েছে। এমনকি ‘লাইফ-সাপোর্ট সিস্টেম’ সহ বাড়তি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিষমদকাণ্ডে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত বছর তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু এবং ভিল্লুপুরমে বিষাক্ত মদ খেয়ে প্রায় ২৭ জনের মৃত্যু হয়েছিল। সে সময় ওই রাজ্যে বেআইনী মদভাটির রমরমার কথা প্রকাশ্যে এসেছিল। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেখানে বার বার বেআইনী মদের রমরমা কারবারের কথা প্রকাশ্যে এসেছে। তামিলনাড়ুতেও সেই প্রবণতা উদ্বেগজনক ভাবে বাড়ছে বলে অভিযোগ উঠছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored