নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ দু’সপ্তাহের সাময়িক শান্তির পরে আজ আবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য কেরলের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলির লড়াইও চলে। এর জেরে মৃত্যু হয় কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের ৩ জন যুবকের। মৃতরা হলো হ্যালেনসন বাইতে, জামখোগিন হাওকিপ ও থাঙখোকাই হাওকিপ।
কুকি সংগঠনগুলির দাবী, ‘‘হ্যালেনসন, জামখোগিন এবং থাঙখোকাইকে মেইতেইরা খুন করেছে।’’ আর নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ার জন্য গ্রামে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৩ রা মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের’ (এটিএসইউএম) কর্মসূচীকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।
Sponsored Ads
Display Your Ads Here
মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেইদের তফশিলী জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপরেই জনজাতি সংগঠনগুলি এই নির্দেশের বিরোধীতায় পথে নামে। আর সংঘাতের সূচনা হয়। উল্লেখ্য যে, এখনো অবধি মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো সহ কয়েকটি তফশিলী জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন।
Sponsored Ads
Display Your Ads Here