নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। গতকাল বিকেলবেলা নলহাটি থানার সন্তোষপুর সংলগ্ন কার্তিকডাঙ্গা মাঠে বীরভূমে বজ্রাঘাতে প্রাণ হারালেন তিন জন। মৃতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। মৃতরা হলেন ৩৪ বছর বয়সী সন্তোষপুর গ্রামের বাসিন্দা জগন্নাথ টুডু ও তার স্ত্রী ৩২ বছর বয়সী সুমি টুডু। এছাড়া ১৭ বছর বয়সী ঝাড়খণ্ডের পাকুড়িয়ার সগলে গ্রামের বাসিন্দা ডনে হেমব্রম।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ ও সুমি দু’জনে মাঠে কাজ করছিলেন। প্রবল বেগে বৃষ্টি পড়তে থাকলে তারা মাঠের পাশে একটি ভাঙা বাড়িতে আশ্রয় নেন। অন্যদিকে ডনে ফুটবল খেলে বাড়ি ফেরার সময় সেও ওই ভাঙা বাড়িতে আশ্রয় নেন।কিন্তু হঠাত্ মাঠের মধ্যে বজ্রপাত হলেই তিন জনের বজ্রাঘাতে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বৃষ্টি থামলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যার পর তিন জনের মৃতদেহ ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। নলহাটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহগুলি উদ্ধার করে। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here