অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোর ৬ টা নাগাদ মা উড়ালপুলে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হলেন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য মা উড়ালপুল ও এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়।
এদিন একটি গাড়ি কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, “তখন অন্য একটি গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকায় নিয়ম ভঙ্গ করে বাংলাদেশ হাইকমিশনের কাছে হঠাৎ লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। ফলে দু’টি গাড়িই মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। আর একটি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে। আর আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করায়। তবে মা উড়ালপুলের দু’টি লেনই একমুখী যান চলাচলের জন্য নির্দিষ্ট করা থাকলেও দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো কিভাবে তা পুলিশ খতিয়ে দেখছে।