নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ এ যেন চূড়ান্ত নৃশংস মানবিকতার পরিচয়! আবারও মানুষের লালসার শিকার এক নিরীহ প্রাণী। এবার কেরলের কাসারাগোডে চার মাসের অন্তঃসত্ত্বা একটি ছাগলকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলো এক জন রেস্তোরাঁর কর্মীর বিরুদ্ধে।
ওই রেস্তোরাঁর মালিক জানান, “মঙ্গলবার রাতেরবেলা পোষ্য ছাগলটির চিৎকার শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখেন খাঁচার বাইরে রক্তাক্ত অবস্থায় প্রাণীটি পড়ে রয়েছে। এরপর তিন জন হোটেল কর্মী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।” রেস্তোরাঁর মালিকের অভিযোগ, “ছাগলটিকে এক জন হোটেল কর্মী ধর্ষণ করে খুন করেছেন। আর এই ঘটনায় ওই রেস্তোরাঁর কর্মীকে আরো দু’জন সাহায্য করেছেন।”
রেস্তোরাঁর মালিক ওই রেস্তোরাঁর কর্মী সহ তিন জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুুুলিশ অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে গতকাল রাতেরবেলা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন। কিন্তু বাকি দু’জন অভিযুুক্ত এখনো অবধি পলাতক। এই ঘটনা সামনে আসতেই হতবাক সকলে। বর্তমান যুগে ধীরে ধীরে মানুষের মানসিকতা কতটা নৃশংস ও বিকৃত হয়ে যাচ্ছে এই ঘটনা তারই এক উদাহরণ।