নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আবারও গতকাল রাজস্থানের কোটায় ২১ বছর বয়সী ১ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার বাড়ি উত্তরপ্রদেশের মথুরায়। তবে কোটায় একটি মেসবাড়িতে থাকছিল। শেষবার গতকাল সন্ধ্যাবেলা তাকে ঘরের বাইরে দেখা গিয়েছিল। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, মাত্র এক সপ্তাহ আগেই ওই পড়ুয়া নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কোটায় এসেছিল। কিন্তু গতকাল রাতেরবেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ ওই পড়ুয়া মেসের মধ্যে আত্মহত্যা করে। তবে মেসের মালিক তাকে একাধিক বার ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। আর ওই পড়ুয়াকে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর স্থানীয় একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। আর ওই পড়ুয়ার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়।
পরিবারের সদস্যরা আসলে তবেই ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু এই আত্মহত্যা ঠিক কি কারণে ঘটেছে এখনো তা জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান, ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। উল্লেখ্য, কোটায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা রুখতে পুলিশ ও পুর প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। গত বছরে কোটার সব হস্টেল এবং মেসের সিলিং ফ্যানে অ্যান্টি সুইসাইড ডিভাইস বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাও একের পর এক পড়ুয়ার মৃত্যু হয়েই চলছে। শুধুমাত্র চলতি বছরেই কোটায় এই নিয়ে তেরোটি এমন ঘটনা ঘটেছে।