সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির মালব্লকের টুনবাড়ি চা বাগানের ১৯ নম্বর সেকশন থেকে বনদপ্তরের পাতা খাঁচায় একটি চিতাবাঘ বন্দী হলো। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
https://www.youtube.com/watch?v=kXEho3Arx4o
স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে এলাকার শ্রমিকলাইন গুলোতে চিতাবাঘটি খুব উৎপাত করে বেড়াচ্ছিল। এমনকি চা বাগানে শ্রমিকেরা কাজ করতে গেলে তাদের দিকে তেড়ে আসত চিতাবাঘটি। এরপরই গত দুইদিন আগে ওই সেকশনে মাল স্কোয়াডের বনকর্মীরা ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিন সকালে বনদপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে চিতাবাঘটি ছাগল খেতে এসে খাঁচায় বন্দী হয়ে যায়। মালস্কোয়াডের রেঞ্জার দিপেন সুব্বা বলেছেন, “পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে”।