মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ শিশুদের পুষ্টির জন্য দেওয়া হয় মিড ডে মিল। কিন্তু এবার উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গা ব্লকের বসনা বেনাপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওই মিড ডে মিলের খিচুড়ি থেকেই পোকা পাওয়া গেছে।
জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার চালে পোকা কিলবিল করছে। এমনকি আরশোলা ও টিকটিকির মলও পড়ে রয়েছে। এই খবর চাউর হতেই অভিভাবকরা আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেগঙ্গা থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। অভিভাবকদের অভিযোগ, “বিদ্যালয়ে ঠিকমতো শিশুদের পঠনপাঠনও হয় না। খিচুড়ির চাল-ডাল ভালো করে ধোয়া হয় না। ইঁদুরের মলও পড়ে থাকে। নিত্যদিন এসব দেখা যায়।
অন্যদিকে শিশুরা অসুস্থ থাকলেও জোর করে বিদ্যালয় আসতে বলা হয়। না হলে খিচুড়ি দেয় না। তার উপরই রান্না করা এই খাবার অত্যন্ত নিম্নমানের।” এই ঘটনায় প্রশাসনিক মহল রীতিমতো উদ্বিগ্ন। এছাড়া এই সব ঘটনায় শিশুদের স্বাস্থ্য নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে।