মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরের গোপালপুরের মাঝেরপাড়া এলাকায় ঘরের ভিতর থেকে এক জন শিশুর বস্তবন্দি দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য যে, দু’দিন আগেই ওই শিশুটির মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার নাসিমা বিবির মৃত্যু হয়। এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তার বস্তাবন্দি দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। কিন্তু শিশুটি ঘরের ভেতর বস্তার মধ্যে এলো কিভাবে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। মৃত শিশুটির মামা এবাদুল গাজি ও মাসি রহিমা খাতুনের অভিযোগ যে, “তার দিদিকে এবং বাচ্চাটিকে জামাই ও তার পরিবারের সদস্যরাই খুন করেছেন।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে।