নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ মহারাষ্ট্রের পর এবার শিলিগুড়িতে দেখা যাচ্ছে যে মানব দেহে পয়সা, হাতা খুন্তি ও মোবাইল আটকে যাচ্ছে।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
জানা গেছে, শিলিগুড়ির ভারত নগরের বাসিন্দা নেপাল চক্রবর্ত্তী টিভিতে দেখছিলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি করোনার ভ্যাক্সিন নেওয়ার পর তার দেহে হাত খুন্তি, কয়েন সহ নানা সামগ্রী আটকে যাচ্ছে। তাই নেপালবাবুরও টিভি দেখতে দেখতে মনে কৌতূহল জাগে যে তিনিও তো ভ্যাক্সিন নিয়েছে তাহলে তার দেহেও কি এইসব ধাতব সামগ্রীগুলি আটকাবে?
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=L39iVvJnUJw
Sponsored Ads
Display Your Ads Hereযেমন ভাবনা তেমনই কাজ। এরপর তাই নেপালবাবু কৌতূহলবশত কয়েন নিয়ে নিজের শরীরে প্রয়োগ করে দেখেন তার শরীরের মধ্যেও মহারাষ্ট্রের ওই ব্যক্তির মতো কয়েন আটকে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=VOC5dOg1KTY
তারপর হাতা, খুন্তি ও মোবাইল এক এক করে সব তার দেহের সংস্পর্শে নিয়ে আসে আর তা চুম্বকের মতো আটকে থাকে।
অবশ্য চিকিৎসকরা জানাচ্ছে, “এই মানব দেহে চৌম্বকের সাথে ভ্যাক্সিনের কোনোরকম সম্পর্ক নেই”। যদিও এই ঘটনাটিকে দেখে সকলেই স্তম্ভিত হয়ে পড়েন।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0