Indian Prime Time
True News only ....

জগন্নাথ ধামের পর এবার দিঘার নতুন আকর্ষণ ‘ট্রেন রেস্তোরাঁ’

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বাঙালীর কাছে ছুটি মানেই ‘দিপুদা’ অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। আবার বাঙালীর সেই অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাতে অন্যতম আকর্ষণ হিসেবে জগন্নাথ ধাম তৈরী হচ্ছে। কিন্তু এবার পর্যটকরা সেখানে গেলে আরো একটু বাড়তি পাওনা পেতে চলেছেন। আর সেটা হলো, জগন্নাথ মন্দিরের পাশে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ রূপে স্থান পেতে চলেছে ট্রেন রেস্তোরাঁ। যা সত্যিই পর্যটকদের কাছে নতুন উপহার।

দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে রেলের উদ্যোগে এক অভিনব এই ট্রেন রেস্তোরাঁ গড়ে উঠছে। দেখতে একটি ট্রেনের বগি। এক কামরা ট্রেনের বগিতেই রেস্তোরাঁ তৈরী করা হয়েছে। ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে রাস্তার পাশে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট বানানো হয়েছে। পর্যটকরা দিঘায় এলে ট্রেন থেকে নেমেই শীততাপ নিয়ন্ত্রিত এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা স্বাদের খাবার পাবেন। যেমন বাঙালী থালি থেকে ইন্ডিয়ান-চাইনিজ, বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরণের ফাস্টফুডও পাওয়া যাবে।

এই এক কামরার ট্রেনের বগিতে যেন এক অন্য অনুভূতি রয়েছে। যেখানে পর্যটকরা বসে একান্তে আলাপচারিতা করতে করতে রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। ট্রেনে করে এখানে এলে স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা রেস্তোরাঁর দেখা মিলবে। তবে, এই রেস্তোরাঁ উদ্বোধনের সঙ্গে সঙ্গে কৌতূহলীদের ভিড়ও জমতে শুরু করেছে। রেল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।”

Get real time updates directly on you device, subscribe now.