Indian Prime Time
True News only ....

ইজরায়েলের হুমকির পরই আকাশপথ বন্ধ করল ইরান

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারীর পরই ইরান নিজেদের আকাশপথ বন্ধ করল। ইরানের আকাশসীমায় সামরিক-বেসরকারী কোনো বিমানই ঢুকতে পারবে না। আগামীকাল সকালবেলা অবধি আপাতত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রসঙ্গত, গত ২৩ শে সেপ্টেম্বর ইজরায়েলি সেনা লেবাননের দক্ষিণ প্রান্তে রকেট হানা চালায়। পর পর ক্ষেপণাস্ত্র হামলায় লেবানন তছনছ হয়ে পড়েছে। মৃত্যুর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। আর ২৭ শে সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণে দাহিয়া এলাকায় ইজরায়েলি বিমান হানায় হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লার মৃত্যু হতেই উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। এরপর ইরান পাল্টা হামলার ছক কষে।

আর গতকাল যখন লেবাননে ঢুকে ইজরায়েলি ফৌজ হামলার পরিকল্পনা করে, তখন ইরানি সেনা তেল আভিভে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে। দাবী করা হয়েছে, ‘‘প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।’’ তবে ইজরায়েল সেনা ওই হামলা প্রতিহত করে। গতকাল রাতেরবেলা বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রীসভার জরুরী বৈঠক ডাকেন। এরপর ইরানকে হুঁশিয়ারী দিয়ে জানান, ‘‘ইরান হামলা করে ঠিক কাজ করেনি। এর ফল তাদের ভুগতে হবে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তেহরান পাল্টা হুমকি দিয়ে জানায়, ‘‘যদি ইজরায়েল প্রতিশোধ নিতে হামলা চালায়, তাহলে তারাও চুপ থাকবে না।’’ এর মধ্যেই আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের হামলার নিন্দা করেছে। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। কিন্তু এই আবহে ইরান আমেরিকাকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘছি বলেন, ‘‘কোনোভাবেই কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পাল্টা জবাব দেওয়া হবে।’’

অন্য দিকে, ইজরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনায় ভারত উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রবাসী ভারতীয়দের সতর্ক করেছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘‘তারা পরিস্থিতির উপর নজর রাখছে।’’এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ‘‘তারাও পরিস্থিতির খবরাখবর নিচ্ছে। প্রয়োজনে ওই দেশে থাকা ভারতীয় নাগরিকদের ভারতে ফিরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা করা হবে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored