নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় আত্মহত্যা করল হায়দ্রাবাদের ২৭ বছর বয়সী জাহিরউদ্দিন শেখ নামে এক যুবক আত্মহত্যা। রাতেরবেলাই হাওড়ার ডোমজুড়ের কলোড়া মধ্যপাড়ায় বাড়িতে এই খবর এসে পৌঁছায়।
জানা গেছে, ডোমজুড়ের কোলড়া মধ্যপাড়ার বাসিন্দা শেখ জাহিরুদ্দিন সাথে পার্শ্ববর্তী গ্রাম নতিবপুরের বাসিন্দা ২০ বছর বয়সী পারভিন খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। কর্মসূত্রে জাহিরুদ্দিন হায়দ্রাবাদের একটি সোনার দোকানে কাজ করতেন। সেখান থেকে মাঝের মধ্যে ফোনে কথাও বলতেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই নিয়ে পারভিনের দাদা শেখ সফিউদ্দিন আপত্তি জানিয়ে জাহিরুদ্দিনকে নানাভাবে হুমকি দিতেন যাতে বোনের সাথে কোনোরকম সম্পর্ক না রাখেন। ফলে এই সম্পর্কে ভাঙন ধরে। গত রবিবার পারভিনের পরিবারের লোকজন অন্যত্র বিয়ে ঠিক করেন। বিয়ের কেনাকাটাও শুরু হয়। এই খবর জাহিরউদ্দিনের কাছে পৌঁছালে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
Sponsored Ads
Display Your Ads Here
জাহিরুদ্দিনের মৃত্যুর খবর গ্রামে চাউর হতেই তার পরিবারের সদস্যরা ও গ্রামবাসীদের একাংশ পারভিনের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এমনকি বিয়ের কাপড়, গহনা এবং টাকাপয়সা লুট করে নেন। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডার খুলে বাড়িতে আগুন লাগানো হবে বলে হুমকিও দেন।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি গ্রামবাসীরা কোলড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতেও চড়াও হন। পরে ডোমজুড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে জাহিরউদ্দিনের পরিবারের সদস্যরা ডোমজুড় থানায় সফিউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছে।
কিন্তু মেয়েটির মা বলেছেন, জাহিরউদ্দিন পারভিনকে নানাভাবে উত্ত্যক্ত করত। তাই গত রবিবার অন্য জায়গায় বিয়ের পাকা দেখা হলে বাড়িতে কাপড় ও গহনা কেনাকাটা করে রাখা ছিল। তবে ছেলেটির পরিবারের সদস্যরা বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালিয়ে সব নিয়ে যান।
এদিকে জাহিরউদ্দিনের পরিবারের সদস্যরা জাহিরুদ্দিনের সাথে পারভিনের সম্পর্কের কথা দাবী করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু পারভিনের বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় জাহিরউদ্দিন অবসাদে আত্মহত্যা করেছে। আপাতত সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।