নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ সাইকেল নিয়ে কাঠের সেতু পার করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কুলটিকুরি পলাশপাই এলাকায় ৬৪ বছর বয়সী কানু সাউ নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও প্রাণে বাঁচাতে পারলেন না। কানুবাবু দাসপুরের দুধকোমরার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজও সকালবেলা কানুবাবু সাইকেল নিয়েই কাজে বের হয়েছিলেন। কিন্তু কানুবাবু সাইকেল চালিয়েই কাঠের সেতুতে উঠতেই কোনোভাবে ভারসাম্য হারিয়ে সাইকেল সেতুর রেলিংয়ে ধাক্কা মারলে টাল সামলাতে না পেরে কাঠের সেতুর রেলিং টপকে একেবারে জলে পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনাটির কিছুক্ষণের মধ্যেই মাঠে গরু নিয়ে আসা কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জলে নেমে কানুবাবুকে উদ্ধারের চেষ্টা করে। যতক্ষণে তাকে পাড়ে তোলা হয়েছিল ততক্ষণে দেহ নিথর হয়ে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
দীর্ঘদিন থেকে কুলটিকুরি পলাশপাই খালের উপর অবস্থিত কাঠের সেতুর অবস্থা শোচনীয়। এই সেতু দুই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ। শেষ কয়েকদিনের একটানা বৃষ্টিতে সেতুর হাল আরো বেহাল হয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বহুদিন ধরেই এলাকার বাসিন্দারা কাঠের সেতুকে পাকা করে দেওয়ার দাবী জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। বর্ষাকালে এই সেতু যে আরো বিপজ্জনক হয়ে যায় তা স্থানীয় প্রশাসনিক আধিকারিকরাও জেনেও কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেননি।
পুলিশ এই দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।