নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ ঘূর্ণিঝড় মিগজাউম তামিলনাড়ুর চেন্নাইয়ে তাণ্ডব চালানোর পর আরো শক্তি বৃদ্ধি করে দ্রুত গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। যা খুব শীঘ্রই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
মিগজাউমের প্রভাবে ইতিমধ্যে চেন্নাই ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। মেট্রো স্টেশনগুলি জলরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বেশ কিছু ট্রেন বাতিল কর হয়েছে। আর বাসও বন্ধ রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় এদিন সকাল ৯টা অবধি আসা-যাওয়ার সব বিমান বাতিল করা হয়েছে। জায়গায় জায়গায় বড়ো বড়ো গাছ, দেওয়াল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি হাসপাতালে বন্যার জল প্রবেশ করায় স্বাস্থ্য পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অনবরত বৃষ্টির কারণে চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। চেন্নাই শহরে আট জনের মৃত্যুও হয়েছে। প্রশাসনের তরফে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসরকারী অফিসের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলঘেঁষা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে। আর আগামীকাল থেকে শুক্রবার অবধি উপকূলবর্তী জেলা সহ কলকাতা, নদীয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও উত্তর চব্বিশ পরগণায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে।