মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ উত্তর চব্বিশ পরগণা সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে এবার এনএসজিও (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) এসে পৌঁছেছে। মূলত, শাহজাহান শেখের ঘনিষ্ঠের আত্মীয়র বাড়ি থেকে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পর থেকেই এনএসজিকে ডাকা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোবট এনে ওই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, শাহজাহান শেখের ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগিনীপতির বাড়িতে প্রচুর অস্ত্র ও বোমা মজুত থাকার খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়েছে। তল্লাশি অভিযানে প্রচুর বোমা এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এমনকি বাড়ির ভেতর মাটি খুঁড়েই প্রচুর বিদেশী বন্দুক উদ্ধার করা হয়েছে। শেষমেশ তল্লাশি চালানোর জন্য রোবট নিয়ে আসা হয়। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়।
Sponsored Ads
Display Your Ads Here