নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়নপাড়া এলাকায় রাস্তার মধ্যে স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার নাম অনিতা দাস। বয়স ৩৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিতা দেবী সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। আর তার পিছনে স্বামী অজিত দাস ছুটতে ছুটতে আসেন। এরপর আশিঘর মোড় পেরিয়ে পূর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই অজিত অনিতা দেবীর মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করতে অনিতা দেবী সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। যা দেখে প্রত্যক্ষদর্শীরা শিউরে ওঠেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে অনিতা দেবীকে মারার পর সে নিজেই একটি ইটের টুকরো হাতে নিয়ে আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজিত মানসিক ভারসাম্যহীন। মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
হঠাৎ করে অজিত ও অনিতা দেবীর মধ্যে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বচসা শুরু হলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here