ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আজ ভোরবেলা পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশ সংলগ্ন এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬.৩ ছিল। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা সূত্রে খবর, এই ভূকম্পনের কেন্দ্রস্থল হেরাট শহর থেকে ২৯ কিলোমিটার উত্তরে। এদিকে শনিবার পশ্চিম আফগানিস্তান ভূকম্পনে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬.৩ ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘‘শনিবার সকালবেলা মূল ভূমিকম্পের পরেও ছোটো ছোটো একাধিক ভূকম্পন হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
রিখটার স্কেলেও ধরা পড়েছে যে, মোট আটটি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে আফটার শকগুলির ভূকম্পন মাত্রা ৪.৬ থেকে ৫.৫ ছিল। এই ভূকম্পনে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছে। হেরাট প্রদেশের জেন্ডা জান জেলার মোট এগারোটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া দেশের প্রায় দু’হাজার বাড়ি একেবারে ভেঙে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here