সরকারী সাহায্যের আর্জি জানাচ্ছে ক্ষতিগ্রস্ত লঙ্কাচাষীরা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ করোনা সংকটের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লঙ্কাচাষীরা বিভিন্ন সমস্যায় পড়েছেন।
একে বিরূপ আবহাওয়া এর ওপর লকডাউনের জেরে লঙ্কার দাম পাচ্ছেন না। ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের ক্ষেত্রে সাহায্য করলেও লঙ্কা চাষ করার পর সেই লঙ্কার দাম না পাওয়ায় লঙ্কাচাষীদের মাথায় হাত পড়েছে।
লঙ্কাচাষীদের বক্তব্য, “তারা লঙ্কা চাষ করতে গিয়ে যে শ্রম প্রদান করেছেন সেই টাকাটাই তুলতে পারছেন না। সেই কারণে সরকারী সাহায্যের প্রার্থনা করেছেন”।