বাড়ির সদস্যদের উপস্থিতিতেই ঘটল দুঃসাহসিক চুরি
রাজ খানঃ বর্ধমানঃ দিনের বেলায় গলায় চাকু লাগিয়ে হাতে ও গলায় থাকা সোনা এবং আলমারীর সোনা সহ বেশ কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দিলো দুষ্কৃতীরা। এটি বর্ধমানের ভাতারের বলগোনা চটী এলাকার ঘটনা।
সূত্রের ভিত্তিতে জানা যায়, মুখ ঢাকা অবস্থায় বাড়ির তিনতলা বেয়ে বাড়িতে ঢুকে প্রথমে বাড়ির বৃদ্ধা ওড়ম্বা বিশ্বাসকে চাকু দেখানো হয়। এরপরেই বৃদ্ধার চিৎকার শুনে তার কাছে তার মেয়ে কল্পনা দে ছুটে যান। তারপরেই দুষ্কৃতীরা দুজনকে চাকু দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাদের হাতের ও গলার গহনা খুলে নেয় হয় বলে অভিযোগ ওঠে। এমনকি আলমারী খুলিয়ে আলমারী ভিতর থেকেও সোনা সহ কয়েক হাজার টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ করা হয়।
অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, দুষ্কৃতীরা মোট ১৩ ভরি সোনার সাথে ৪৫ হাজার টাকা লুঠ করে পালায়। পরিবারের তরফে এও জানানো হয়েছে যে দুষ্কৃতীরা বাংলাতেই কথা বলছিল।
ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ এসে উপস্থিত হয়। আর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ত্রস্ত সমগ্র এলাকাবাসী।