নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা শহরের একটি সরকারী গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
আজ সকালবেলা মালদার পিরোজপুর এলাকার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে এই চুরির বিষয়টি নজরে আসতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বেসিক স্কুলের সাথে মালদা গার্লস হাইস্কুল রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সকালবেলা জুনিয়র বেসিক স্কুল ও দুপুরবেলা মালদা গার্লস হাইস্কুল একই ভবনে পরিচালিত হয়। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে, জানালা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনার পিছনে স্থানীয় একাংশ অর্থাৎ মাদকের নেশায় আসক্তদের যোগসাজশ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের টিচার্স ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, “স্কুলের দুটি ওয়েট মেশিন, মিড ডে মিলের নানান সামগ্রী এমনকি হাইস্কুলের ল্যাবরেটরী রুম থেকে মূল্যবান আরো বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে।
ইতিমধ্যে আমরা কয়েক হাজার টাকার জিনিস চুরির অভিযোগ ইংরেজবাজার থানায় লিখিতভাবে জানিয়েছি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে”।
তদন্তের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশেপাশের নেশাখোরেরা এই চুরির ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বর্তমানে দুষ্কৃতীদের সন্ধান চালানো হচ্ছে।