নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার শিবপুর থানার অন্তর্গত কাজিপাড়া এলাকায় নিজের ফ্ল্যাটে ঢোকার সময় ৫৮ বছর বয়সী শেখ তৈয়ব আলি নামে এক জন ব্যবসায়ীকে মাথার পিছনে চপার দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ ওঠে তার পালিত পুত্র শেখ আকাশ আফ্রিদি ও তার বন্ধু সিকন্দর শেখের বিরুদ্ধে।
এই হত্যাকাণ্ডে পুলিশ আকাশ এবং সিকন্দরকে গ্রেফতার করেছেন। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, বিয়ের পর সন্তান না হওয়ায় তৈয়ব আকাশকে দত্তক নেন। এর কিছু দিন পর তার এক জন সন্তান হতেই আকাশের সাথে দূরত্ব বাড়তে থাকে। এরপর আকাশ মনে করছিল, তৈয়বের সম্পত্তির উপর নিজের অধিকার হাতছাড়া হয়ে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
তৈয়বের কাজিপাড়া এলাকায় একটি জমি রয়েছে আকাশ সেখানে একটি বাইকের শো রুম তৈরী করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তৈয়বের ওই জমিতে শো রুম তৈরী করতে দিতে আপত্তি থাকায় তৈয়বকে খুন করার জন্য আকাশ সিকন্দরকে ৫০ লক্ষ টাকা সুপারি দিয়েছিল।
