চয়ন রায়ঃ কলকাতাঃ নতুন বছর পড়ার আগেই অভিনেত্রী পার্নো মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিন তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন।

তৃণমূলে যোগ দেওয়ার পর পার্নো সাংবাদিক বৈঠকে জানান, ”গতকাল বড়দিন গিয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করছি। এই পথে আমি দিদির সাথে এগিয়ে যাব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ছ’বছর আগে বিজেপি যোগদান করেছিলাম। কিন্তু যেভাবে পুরো বিষয়টা এগোবে ভেবেছিলাম, তা হয়নি। তাই এই সিদ্ধান্ত। মানুষ তো ভুল করেই থাকে, সেই ভুল সংশোধন করতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

প্রসঙ্গত, পার্নো মিত্র বিজেপির হয়ে বরাহনগরের আসনে তৃণমূলের তাপস রায়ের বিপরীতে লড়েছিলেন। এখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক হয়ে বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন। তবে পার্নোর মনে যে গেরুয়া শিবির ঘিরে অসন্তোষ তৈরী হয়েছিল, তা ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলেই সূত্রের খবর। এরপর তৃণমূলে যোগদান তা নিশ্চিত করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









