নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদাকে পুরনো একটি মামলায় ছ’মাসের জেল সহ পাঁচ হাজার টাকা জরিমানার শাস্তি ঘোষণা করলো চেন্নাইয়ের একটি আদালত। এছাড়া জয়া প্রদার দুই ব্যবসায়িক সহযোগী রাজা বাবু ও রাম কুমারকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বেশ কয়েক বছর আগে তিনি চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। রাজা বাবু এবং রাম কুমার সহযোগী ছিলেন। কিন্তু টানা লোকসান হওয়ায় ওই সিনেমা হলটি বন্ধ করে দেন। এরপরেই জয়া প্রদার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, “ওই সময় যেসব কর্মীরা কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।”
তারপর সরকারী ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে জয়া প্রদা, রাজা বাবু ও রামকুমারের বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। তবে তারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। যদিও আদালত ওই আবেদন খারিজ করে শাস্তি ঘোষণা করেন।