চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্য প্রাথমিক শিক্ষাপর্ষদ আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘আগামী ১৯ শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সকালবেলা সাড়ে ১০ টা থেকে আচার্য ভবনে ১৮৭ জনের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তিতে ১৮৭ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরীপ্রার্থীদের যাবতীয় নথিপত্র নিয়ে আচার্য ভবনে পৌঁছাতে হবে। সেখানে পর্ষদকর্তারা নথিপত্র যাচাইয়ের কাজ করবেন। নিয়ম মেনে চাকরীপ্রার্থীদের ভাইভাও নেওয়া হবে। বিকেলবেলা ৫ টা অবধি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চলবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা নির্ধারক টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য চাকরীপ্রার্থীরা বরাদ্দ নম্বর পেয়ে নিয়োগ পরীক্ষায় পাশ করে গেলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরী দেয়নি। এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা দায়ের করা হলে সেই মামলায় সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিন দফায় মোট ১৮৭ জনকে পুজোর আগে চাকরী দিতে বলেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here