নিজস্ব সংবাদদাতাঃ আজ লোকসভা ভোটে প্রথম দফার নির্বাচন হয়ে গেলো। এই সাত দফার নির্বাচনের প্রতি দফাতেই বাংলায় নির্বাচন রয়েছে। এদিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত অশান্তি আবার কোথাও গুলি বা পাথর ছোঁড়াছুড়ির মধ্যে দিয়েই নির্বাচন সম্পন্ন হলো।
মূলত প্রথম থেকেই শীতলকুচি সহ সামগ্রিক কোচবিহারের দিকেই নজর রাখা হয়েছিল। এখনো অবধি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ৩ টের মধ্যে বাংলায় প্রায় ৬৬. ৩৪% ভোট পড়েছে। আসামে ৬০.৭০ শতাংশ ভোট পড়েছে। ত্রিপুরায় ৬৮.৩৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সবথেকে কম ভোট পড়েছে বিহারে ৩৯.৭৩ শতাংশ। আর রাজ্যের মধ্যে কোচবিহারে ৬৫.৫৪ শতাংশ, জলপাইগুড়িতে ৬৭. ২৮ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৬৬.২৩ শতাংশ ভোট পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here