চয়ন রায়ঃ কলকাতাঃ কাশীপুরের বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে। কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে অর্জুনের ময়নাতদন্তের এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশে শনিবার তিন সদস্যের দল আলিপুরের কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করে। গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে, গলায় ফাঁস লেগেই বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যু হয়েছে। এদিন সেই রিপোর্ট আদালতে জমা পড়ে।
পাশাপাশি বলা হয়েছে, এই মৃত্যু ‘অ্যান্টিমর্টেম ইন নেচার’ অর্থাৎ ঝোলানোর আগেই মৃত্যু হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাইকোর্ট কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে রাজ্যকেই আপাতত অর্জুনের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছে।
যদিও বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল দাবী করেছেন যে, এখনো অবধি অর্জুনের পরিবার সিবিআই তদন্তের দাবীতেই অনড় রয়েছেন।