নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের ছপরায় বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জন। রাজ্যে মদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রথম এতো মৃত্যু ঘটেছে।
প্রশাসন সূত্রে খবর, বিষ মদ খেয়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থাও আশঙ্কাজনক। আর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন ছপরায় একটি দল পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কমিশনের একটি দল ছপরায় গিয়ে অসুস্থদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে কি না তা খতিয়ে দেখবেন। এছাড়া সরকার এই বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আর বিষ মদ উৎপাদন আটকাতে সরকারের ভূমিকা ঠিক কি তাও খতিয়ে দেখা হবে।
প্রায় ছয় বছর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরেও বেআইনী উপায়ে মদের কারবার চলছে।
এদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্পষ্ট ভাবে জানিয়েছেন, “কেউ মদ খেয়ে মারা গেলে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।”