নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আসামে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদী। মাইলের পর মাইল কৃষিজমি জলে ডুবে গিয়েছে। ফলে নওগাঁ, ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া সহ ১৪টি জেলার প্রায় ৩৮ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে জেলাবাসীর সুবিধার্থে এগারোটি ত্রাণশিবির খোলা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অবধি আসামের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, সিকিমে অতিভারী বর্ষণের ফলে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটে চলেছে।
তবে উদ্ধারকারীদের তৎপরতায় এরমধ্যে প্রায় চার হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি বন্যা ও ধসের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।