নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল রাতেরবেলা পাঞ্জাবের মোহালিতে দশেরা ময়দানের মেলায় হঠাৎ করে চলন্ত জয়রাইড ভেঙে গিয়ে শিশু সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মেলা চত্বরে তীব্র উত্তেজনা তৈরী হয়। এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
দুর্ঘটনার সময় মেলায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রাণ বাঁচাতে অনেকে চিৎকার করেন। এই ঘটনার পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু মেলা প্রাঙ্গণে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না।

- Sponsored -
ডিএসপি হরসিমরন সিংহ এই প্রসঙ্গে জানান, ‘‘অনুমতি নিয়ে উদ্যোক্তারা মেলার আয়োজন করেছিলেন। গত ৪ ঠা সেপ্টেম্বর অবধি প্রথমে মেলার অনুমতি ছিল। পরে মেলার মেয়াদ ১১ ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।’’ তবে দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।