ব্যুরো নিউজঃ তুরস্কঃ আজ ভোরবেলা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। ভূকম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের মাত্রা ৭.৮ ছিল।
কিন্তু এর কিছুক্ষণ পর সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) মতে, দ্বিতীয় ভূকম্পনের তীব্রতা ৬.৭। দীর্ঘ ২৪ বছর পর তুরস্কে এমন ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। ফলে প্রায় ১৪০ টি ঘর-বাড়ি ভেঙে পড়েছে। বাঁচার আশায় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে দিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
দমকলকর্মীরা খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন। এখনো অবধি ৯০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর বহু মানুষের এই ধ্বংসস্তূপের তলায় আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এরফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’
Sponsored Ads
Display Your Ads Here