নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালবেলা পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত ধলহারা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুলুলুর ডাঙা এলাকার একটি জঙ্গলের মধ্যে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে চারটি বালতিতে তাজা বোমা উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই বালতিগুলি থেকে প্রায় ১০০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কেশপুর থানার পুলিশ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে ওই এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে। এর পাশাপাশি বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। বোমাগুলি কারা রেখেছে আপাতত তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, বীরভূমের বগটুই কাণ্ডে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যে, সারা রাজ্যে যেখানে যত বেআইনী বোমা রয়েছে অবিলম্বে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। এরপরই ডিজির নির্দেশে রাজ্য জুড়ে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here