নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে হিলি থানা এলাকায় প্রকাশ্য দিবালোকে টিউশন পড়তে আসা আদিবাসী কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠলো পুরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে আবার উত্তেজিত জনতা ধরে ফেলে মারধর করে।
জানা গেছে, অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে রাস্তাতে আটকে মোবাইল চায়। কিন্তু মোবাইল দিতে অস্বীকার করায় শ্লীলতাহানির চেষ্টা করে। তবে তার চিৎকারে অভিযুক্ত চম্পট দেয়। আর ওই চিৎকার শুনে বাসিন্দারা ছুটে আসেন। এরপর স্থানীয় একটি বিদ্যালয় থেকে ধরে এনে মারধর শুরু করেন। এছাড়া স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি পুলিশের কাছে খবর দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরইমধ্যে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বাড়ি বালুরঘাটে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, পুরসভা তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম ভাবে সহযোগীতা করবে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here