অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফেসবুকে পরিচয় বিভ্রাটের শিকার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ফেসবুক সংস্থাকে আইনী নোটিশ পাঠালেন।
মূলত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজে সব সময় লেখা থাকে ‘তিনি সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস।’ অর্থাৎ যে দলের সাধারণ সম্পাদক সেই নাম উল্লেখ থাকে। কিন্তু সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশ থেকে তাঁর দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খবর দেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনী নোটিশ দেন। আর অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে আইনী পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন। তবে বুধবার মেটাকে নোটিশ পাঠানোর পর বৃহস্পতিবার দেখা গেল, ফেসবুকে তাঁর অফিশিয়াল পেজের বায়োতে আগের তথ্য ফিরেছে। রয়েছে দলের নাম। লেখা – লোকসভার সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, রাজনৈতিক নেতা বা হেভিওয়েট অথবা কোনো সেলেবের ফেসবুক, টুইটার বা এক্স হ্যান্ডেলে যদি কোনো তথ্যের অদলবদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরী হয়। আলোচনা চলে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে।