অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কয়লা পাচার কাণ্ডে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দিল্লির সদর দপ্তরে উপস্থিত থাকছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, “তিনি ব্যক্তিগত কারণে ইডির দিল্লির কার্যালয়ে উপস্থিত থাকতে পারছেন না।”
প্রসঙ্গত, গত সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডির সদর দপ্তরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন করা হলেও তিনি আসেননি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। তবে প্রধান বিচারপতি এনভি রমণা শুনানিতে রাজি না হয়ে জানান, “দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করা হবে।” কিন্তু শুনানি হবে কবে তা নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here