অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলবে আজ সকালবেলা ১১টা ৫ মিনিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাদা শার্ট ও কালো ট্রাউজার পরে কালো রঙের গাড়িতে করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। আর ১২টা ৬ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন।
এর আগে ইডি বা সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) দপ্তরে ঢোকার পর এক ঘণ্টার মধ্যে কখনো বাইরে আসেননি। আগের বার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। তার আগে কখনো ছয় ঘণ্টা বা আট ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছেন।
এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জেরার মুখোমুখি হয়ে জানান, ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ছয় হাজার পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব। তবে আমি তদন্তে বরাবর সহযোগীতা করেছি। চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম।
কিন্তু আমার লুকোনোর কিছু নেই। ওরা মাত্র দু’দিন আগে আমাকে নোটিশ পাঠিয়ে নথি নিয়ে সশরীরে হাজির হতে বলেছিল। তাই আজ নথি নিয়ে এসেছিলাম। ভবিষ্যতেও যত বার ডাকবে, তত বার আসব।’’ প্রসঙ্গত, গত ১০ ই অক্টোবর ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব সহ বিদেশ সফরের বিস্তারিত তথ্য চেয়েছিলেন।