অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অষ্টমীতে প্যান্ডেলে উপচে পড়েছে ভিড়। এরইমধ্যে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজোর আমেজে দেখা গেল। মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন। রাস্তায় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনও জানালেন। এমনকি আজানিয়াকে নিয়ে নাগেরবাজারে জপুর জয়শ্রী পুজো মণ্ডপে এসে সকলের সাথে জমিয়ে ফুচকাও খেলেন।
চলতি বছর জয়শ্রী পুজো মণ্ডপের থিম ‘ভিনরাজ্যে হেনস্থার মুখে বাঙালী পরিযায়ী শ্রমিকরা’। এই পুজো মণ্ডপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত ছিলেন। আর সেখানে উপস্থিত পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলে তাদের হাতে উপহার তুলে দেন। এরপর এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে ফুচকা খান। তারপর বাগুইআটি বন্ধুমহল সঙ্ঘের পুজো মণ্ডপে যান।
পুজো মণ্ডপ পরিদর্শনের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মহাষ্টমীর শুভ মুহূর্তে আজ দমদম নাগেরবাজার জপুর জয়শ্রী দুর্গাপুজো মণ্ডপ এবং বাগুইআটি আশ্বিনী নগর বন্ধু মহল দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করলাম। সমগ্র ভারতবর্ষ জুড়ে বাঙালী পরিযায়ী শ্রমিকদের ওপর যে অমানবিক অত্যাচার, নির্যাতন চলছে ও বাংলা ভাষাভাষী মানুষের যেভাবে অপমান করা হচ্ছে, তা এই দু’টি মণ্ডপে তুলে ধরা হয়েছে। পরিদর্শনের পাশাপাশি এগারো জন পরিযায়ী শ্রমিকের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে দীর্ঘক্ষণ বার্তালাপ করেছি এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছি। শুভদিনে তাঁদের হাতে পুজোর উপহার তুলে দিলাম আজ।”
Sponsored Ads
Display Your Ads Here