নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে ভোট শুরুর পর থেকেই বেশ কয়েকটি জায়গায় উত্তেজনার পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এমনকি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ায় গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন। সকালবেলা ৭ টা নাগাদ সেখানে একটি বুথের বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে ‘চোর-চোর’ শ্লোগানও ওঠে। পরে বেলা ১১টা নাগাদ তাঁর গাড়ি হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে আবার বিক্ষোভ শুরু হয়।
ওই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন ‘‘শ্লোগান দিচ্ছে তো আমি কি করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।’’ এদিকে, গতকাল রাতেরবেলা থেকেই ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু নিখোঁজ রয়েছেন। গৌতমবাবুর স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়ে তিনি তাঁর বাড়িতে চলে যান। এরপর গৌতমবাবুর বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার আপ্তসহায়কের বাড়িতে পুলিশি তল্লাশীর প্রতিবাদে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুললেন। অন্য দিকে, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভোট দিয়ে বেরিয়ে জানান, ‘‘তৃণমূলকে সাফ করে দিয়েছি।’’ কিন্তু ময়নার ঘটনায় তৃণমূল বা পুলিশ প্রশাসনের তরফে কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here