মারণ রোগে আক্রান্ত হয়ে তিন দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিন দিন হয়ে গেল, তাও এখনো সংকটমুক্ত নন বলে চিকিৎসকরা মনে করছেন। বর্তমানে আলিপুরের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস নামের এক ধরণের সংক্রমণজনিত রোগে ভুগছেন। এই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেসপিস রোগ প্রথমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এরপর বিভিন্ন অঙ্গের সাথে জুড়ে থাকা সুস্থ সবল তন্তুর ক্ষতি করে। তারপর একে একে হার্ট, কিডনি, মস্তিষ্ক সহ শরীরের নানা অঙ্গকে একসাথে বিকল করতে পরে। এমনকি মাল্টি অর্গান ফেলিওর হতে পারে।

সঠিক সময় এই রোগের চিকিৎসা না হলে রোগীর মৃত্যু অবধি হতে পারে। দীর্ঘদিন ধরে এই রোগ তৈরী হয় না। আচমকা হানা দিয়ে মারাত্মক অসুস্থ করে তোলে। ফলে রোগ প্রতিরোধের যে ক্ষমতা শরীরে থাকে তা একেবারে নষ্ট হয়ে যায়। এর কারণে জীবাণু শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে। আবার ত্বকের রন্ধ্রপথ ধরে ঢুকতে পারে। এছাড়া অনেক সময় খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমেও ঢুকতে পারে।


আর গ্যাসট্রোইনটেস্টাইনাল সেপসিস তখনই বলা হবে, যখন জীবাণু খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমে শরীরে ঢুকবে ও তা থেকে অন্ত্রের যেকোনো জায়গায় সংক্রমণ ছড়াবে। শরীরে খাবার সময় জীবাণু গেলে অনেক সময় এই রোগ হতে পারে। তবে অনেকক্ষেত্রে পেটের সমস্যা বা ডায়েরিয়া দ্রুত সেরে যায়। তখন এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। আর সচেতন ভাবে খাওয়াদাওয়া করা অত্যন্ত জরুরী। অর্থাৎ, বাইরে যা খুশি তাই খেয়ে না নেওয়া, কাটা ফল না খাওয়া, যত্রতত্র জল ইত্যাদি না খাওয়াই ভালো৷


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930