নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ সরকার আধার কার্ডকে জন্মের প্রমাণ সার্টিফিকেট হিসাবে গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের তরফে জানানো হয়েছে, “আধার কার্ডের সাথে যেহেতু বার্থ সার্টিফিকেট সংযুক্ত থাকে না, তাই এটিকে জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে না।”

উত্তরপ্রদেশের প্ল্যানিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে নির্দেশিকা জারি করেছে, “আধার কার্ডকে জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না। সমস্ত বিভাগকেই এই নোটিশ পাঠানো হয়েছে। আধার কার্ডও বার্থ সার্টিফিকেট হিসাবে গ্রহণ করা হবে না।” অন্যদিকে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, “দেরীতে জন্ম সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে আধার কার্ডকে আর বৈধ ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হবে না। জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) আইন ২০২৩-র পর যে সমস্ত জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে, তা বাতিল করে দেওয়া হবে।”

মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, “সন্দেহজনক সমস্ত সার্টিফিকেট, যা আধার কার্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে, তা বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত আধিকারিকরা এই সার্টিফিকেট ইস্যু করেছেন, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
সরকারি নির্দেশিকা না মেনে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টাল থেকেও এই এন্ট্রি ডিলিট করে দিতে হবে। আধার কার্ডকে জন্মের প্রমাণ সার্টিফিকেট হিসাবে গ্রহণ করা হবে না আর। সিদ্ধান্ত নিল দুই রাজ্য। তারা জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে যেহেতু বার্থ সার্টিফিকেট সংযুক্ত থাকে না, তাই এটিকে জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, ভুয়ো জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট দিয়ে নানা বেআইনী কাজ করা হয়। এই কাজ আটকাতেই এবার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু দেশ জুড়েই জাল আধার কার্ড তৈরীর চক্র ছড়িয়ে পড়েছে, তাই আধার কার্ডকে আর জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র হিসাবে মান্যতা দেওয়া হবে না।
Sponsored Ads
Display Your Ads Here









