পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দড়ি দিয়ে বাঁধা পা। আর তাতে টান মেরেই এক যুবককে নিয়ে যাচ্ছেন অন্য এক জন। পাশে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে। যুবকের দেহ একেবারে নিষ্প্রাণ। লুটিয়ে পড়েছে মাটিতে, তাও কখনও হাতজোড় করছে, কখনও বা থামানোর চেষ্টা করছে। এই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সমাজমাধ্য়মে। ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটি একটি সিসিটিভি ফুটেজ। কিন্তু ওই যুবক কে?
ভিডিয়ো কাটাছেঁড়া করতেই জানা যায়, ঘটনা ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকার। মঙ্গলবার সাতসকালে ওই যুবককে চুরির অভিযোগে পিটিয়ে খুন করে স্থানীয় কয়েকজন, এমনটাই অভিযোগ। খুনের আগে, তাকে পাকড়াও করে তার পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে চলে যায় তারা। সেই ছবি ধরা পড়ে এলাকার সিসি ক্য়ামেরাতেও। এরপরই শুরু হয় গণপিটুনি। স্থানীয়দের দাবি, পুলিশের সামনেই চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় যুক্তরাও এখনও অধরা।
অবশ্য, স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুরু হয়েছে অভিযুক্ত চিহ্নিতকরণের কাজও। এদিন স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভোর তখন ৫টা। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে মারছে। বাঁশ এনেছিল। ছেলেটা কাকুতিমিনতি করছিল, বারবার বলছিল যে ওকে ভুল বোঝা হচ্ছে। কিন্তু তারপরেও কেউ থামেনি।” অন্য় একজন বলছেন, “চুরি করতে এসেছিল, তাই গণপিটুনি দেওয়া হয়েছে। ৪-৫ জন ছিল। লাঠি দিয়েই মেরেছে। কিন্তু ওদের এই রকম আইন হাতে তোলা উচিত ছিল না। পুলিশ সামনেই দাঁড়িয়েছিল।”
Sponsored Ads
Display Your Ads Here