মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বিরাটিতে বাড়ির চারতলার ছাদে উঠে রিলস বানাতে গিয়ে নীচে পড়ে গেল তনিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নামে ১ তরুণী।
পরিবার সূত্রে জানা গেছে, তনিষ্ঠা বাড়ির ছাদে উঠে রিলস বানাচ্ছিল। ছাদে পাঁচিল থাকলেও যে দিকটায় রিলস বানাচ্ছিল সেই দিকের পাঁচিল কিছুটা নীচু ছিল। আর রিলস তৈরীতে মনযোগ হওয়ায় বিষয়টি মাথায় না থাকায় ছাদের ধারে যেতেই আচমকাই ব্যালেন্স হারিয়ে নীচে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা চিৎকার শুনে নীচে এসে দেখেন ওই তরুণী যন্ত্রণায় কাতরাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
দুই পা ভেঙেও গেছে। তারপর দ্রুত আরজি কর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে জরুরী বিভাগে দুই পায়ে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল জানায়, ‘পায়ের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। খুব বেশি দেরী হলে হয়তো পা বাদ দিয়েই দিতে হতো। আপৎকালীন অস্ত্রোপচার করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তবে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।’
Sponsored Ads
Display Your Ads Here