পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নামখানা ব্লকের উত্তর চন্দনপিঁড়ি এলাকায় একটি গবাদি পশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৯ বছর বয়সী প্রদ্যোৎ ভুঁইয়া নামে এক জন যুবকের বিরুদ্ধে।
উত্তর চন্দনপিঁড়ির বাসিন্দা আরতি ভুঁইয়া ও তার পরিবারের অভিযোগ, সম্প্রতি রাতের অন্ধকারে প্রদ্যোৎ বাড়ির পেছনে গোয়াল ঘরে প্রবেশ করে একটি গোরুকে ধর্ষণ করে। এতে গোরুটির অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এরপর প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নামখানা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে প্রদ্যোৎকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা রুজু করা হয়।
আজ প্রদ্যোৎকে কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করানো হয়। অন্য দিকে গবাদি পশু ধর্ষণের ঘটনায় সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি ওই যুবক এমন পাশবিক ও ঘৃণ্যতম কাণ্ড ঘটালো কিভাবে তা সকলকে যথেষ্ট ভাবাচ্ছে।