নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুরের ক্যাতায়নীর গোরাবাজার এলাকায় একটি মেসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর। সুতপা চৌধুরী নামে ওই ছাত্রী মালদার ইংরেজবাজারের বাসিন্দা ছিল।
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয়রা যখন ঘটনাস্থলে আসেন তখন অভিযুক্ত এক হাতে ছুরি ও অন্য হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকায় ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পাননি। এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবক এলাকা ছেড়ে চম্পট দিলেও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই সামসেরগঞ্জ থেকে গ্রেপ্তার করেন।
Sponsored Ads
Display Your Ads Hereএরপরেই ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণই পরেই মারা যায়। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সহ পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু এই নৃশংস হামলা হলো কেন? শুধুই কি প্রেম ঘটিত না এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে তা জানতে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত শুরু করে দিয়েছে। এই ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে অনেক অভিভাবকরা ওই মেস থেকে তাদের মেয়েদের বাড়ি নিয়ে যাচ্ছে।