নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ভরদুপুরে নদীয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় ঘটে গেল হাড়হিম করা ঘটনা। বাড়িতে ঢুকে পরিবার-পরিজনের উপস্থিতিতে বাড়ির মেয়েকে খুন করলো ১ জন যুবক। মৃতার নাম ইশিতা মল্লিক। বয়স ১৯ বছর। দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। অভিযুক্ত কাঁচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং। বয়স প্রায় ২৪ বছর।
সূত্রের খবর, ইশিতার কাঁচরাপাড়ার পড়তে যাওয়ার সুবাদে দেবরাজের সাথে পরিচয় ছিল। কিন্তু সম্ভবত কোনো বিবাদের কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর এদিন দেবরাজ ইশিতার বাড়িতে আসলে তার পরিবারের সদস্যরা তাকে ঢুকতে বাধা দেয়। তবে দেবরাজ বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে দোতলায় উঠে ইশিতার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালায়।
এদিকে, ইশিতার বাড়ির অদূরেই পুলিশ সুপারের অফিস রয়েছে। আর ঠিক সেখানেই এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। এই ঘটনার নেপথ্যে কোনো প্রণয় ঘটিত চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে? যদিও প্রাথমিক ভাবে অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here