নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরে মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হাবুল বারলা। বয়স ৩৬ বছর।মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি এলাকারই এক মাদক কারবারি বলেই অভিযোগ। এদিকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার মধ্য রাতেরবেলা ধূপপুকুর গ্রামের জিতেন সিংহের বাড়িতে মদ ও গাঁজার ঠেক চলছিল। সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবাদ জানান প্রতিবেশী হাবুল বারলা। অভিযোগ, এরপরেই জিতেন সিংহ ও তাঁর পরিবারের সদস্যরা হাবুলের উপর হামলা চালায়। হাবুলের পরিবারের দাবি, জিতেন সিংহ একটি বাঁশ দিয়ে হাবুলের মাথায় আঘাত করেন। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন হাবুল। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাঁকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেল তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এরপর মৃতের পরিবার গঙ্গারামপুর থানায় অভিযুক্ত জিতেন সিংহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন সিংহকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের পাশাপাশি ধৃত জিতেন সিংহকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।