নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ কর্নাটকের আনেকলের জিগানি থানা এলাকায় স্ত্রীর সাথে অশান্তির পর থানার সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। যা পথ চলতি সকলে একেবারে শিউরে ওঠেন।
জানা গিয়েছে, দশ বছর আগে কর্মক্ষেত্র থেকে কবিতা ও রাতেশের সম্পর্ক তৈরী হলে পরিবারের আপত্তি সত্ত্বেও বিয়ে করেন। কিন্তু রাতেশ মদ্যপান করায় কবিতার সাথে মাঝেরমধ্যেই অশান্তি হতো। কবিতা বাবাকে বিষয়টি জানালে তার বাবা এসে বোঝালেও লাভ হয়নি। গত বৃহস্পতিবার ব্যাপক অশান্তি হলে কবিতা বাবার সাথে জিগানি থানায় গিয়ে রাতেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে কবিতা থানায় গিয়েছে বুঝতে পেরে রাতেশও থানার সামনে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন।