নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুর এলাকার একটি বাড়ি থেকেই ১ জন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সে ঠিক দু’দিন আগেই তামিলনাড়ু থেকে ফিরেছে। যুবকের নাম ওয়াহিদ শেখ। বয়স ২৪ বছর। মাসখানেক আগে প্রায় বারো জন যুবকের সাথে তামিলনাড়ুতে কাজে যায়। কিন্তু সেখানে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয়।
পরিবারের তরফে অভিযোগ উঠছে, “ওয়াহিদকে তামিলনাড়ুতে মারধর করা হয়। এমনকি ব্যাগপত্র কেড়ে নেওয়া হয়। ফলে টাকার অভাবে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফিরতে পারছিলেন না। পরে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল নেতা সামিরুল ইসলাম টিকিট কেটে দেওয়ার কথা বলা হলেও শেষ অবধি সেটা করা হয়নি। তাই বাধ্য হয়ে টাকা ধার করে ট্রেনের টিকিট কেটে শুক্রবার বাড়ি ফেরেন।”
এরপর গতকাল ওয়াহিদকে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওয়াহিদের পরিবারের দাবী, “টাকার অভাব, রোজগার কিভাবে হবে, সে কথা চিন্তা করেই ওয়াহিদ এমন সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এই ঘটনার পর এখনো অবধি কোনো স্থানীয় নেতা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।” উল্লেখ্য, কয়েক মাস ধরে বিভিন্ন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here